Mating Dance

মিলনের জন্য সঙ্গিনীকে আকৃষ্ট করতে বার্ড অব প্যারাডাইসের নাচে মুগ্ধ নেটিজেনরা

পুরুষ বার্ড অব প্যারাডাইস স্ত্রী বার্ড অব প্যারাডাইসের চারিদিকে ঘুরে ঘুরে ধরে নাচছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৮:০১
Share:

বার্ড অব প্যারাডাইসের মেটিং ডান্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মিলনের আগে সঙ্গী বা সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য পাখিদের নাচ এ প্রকৃতির সুন্দর জিনিস গুলির মধ্যে অন্যতম। ময়ূর, ধনেশ গোত্রের পুরুষ পাখিরা তাঁদের পাখনা মেলে বিচিত্র নাচ করে মহিলা পাখির সামনে। এ ভাবেই স্ত্রীদের আকৃষ্ট করে তারা। সম্প্রতি এ রকমই নাচের ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুরুষ বার্ড অব প্যারাডাইস স্ত্রী বার্ড অব প্যারাডাইসের চারিদিকে ঘুরে ঘুরে ধরে নাচছে।

Advertisement

এই প্রজাতির পুরুষ পাখির গায়ের রঙ কালো। তার উপর হাল্কা নীল-সবুজ রঙের স্ট্রাইপ। অন্যদিকে স্ত্রী বার্ড অব প্যারাডাইস খুবই বিরল। তারা দেখতে লালচে বাদামি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা বৃহস্পতিবার শেয়ার করেছেন এই ভিডিয়ো।

সেখানে দেখা যাচ্ছে, পুরুষ পাখির ডাকে উড়ে এল ‌স্ত্রী পাখি। তার পর নিজের পেখম ছড়িয়ে স্ত্রী পাখির চারিদিকে ঘুরল। তার পর তাকে আকৃষ্ট করতে বিচিত্র ভঙ্গিতে নাচতে লাগল স্ত্রী পাখির সামনে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

যদিও সুন্দর নাচ করলেই স্ত্রী পাখি আকৃষ্ট হবে তার কোনও নিশ্চয়তা নেই। নাচের পর পুরুষ পাখির এই প্রস্তাবকে নাচকও করতে পারে স্ত্রী পাখি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement