Viral Video

‘কিসি ডিস্কো মে যায়ে’, গোবিন্দর সেই নাচেই নেটাগরিকদের মাতিয়ে দিল এই ছেলে

‘কিসি ডিসকো মে যায়ে’, ‘ম্যায় তো রাস্তা সে যা রাহা থা’-র মতো জনপ্রিয় বলিউড গানে নেচেছে ওই ছেলেটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ১৫:২৭
Share:

গোবিন্দর গানে ছোট ছেলের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নয়েক দশকে বিভিন্ন ছবিতে গোবিন্দর অভিনব নাচে মশগুল হয়ে থাকত বলিউড। বহু হিট গানে গোবিন্দর সেই নাচ দেশ জুড়ে দর্শকদের দুলিয়ে দিয়েছিল সে সময়। বলিউড অভিনেতার জনপ্রিয় বেশ কয়েকটি গানে নেচেছে কমবসয়ী এক ছেলে। সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

‘কিসি ডিসকো মে যায়ে’, ‘ম্যায় তো রাস্তা সে যা রাহা থা’-র মতো জনপ্রিয় বলিউড গানে নেচেছে ওই ছেলেটি। তাঁর নাচের অভিনবত্ব মনে ধরেছে নেটাগরিকদের।

চিত্রনাট্যকার ও লিরিসিস্ট মনোজ মুন্তাশিরও নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ১৫ লক্ষেরও বেশি বার। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘কুঁড়ে ঘরে পাওয়া গিয়েছে এর রকম প্রতিভা। নেপোটিজমের শো-রুমে নয়।’’ এই ভিডিয়োকে বিখ্যাত বানিয়ে ওই ছেলেটিকে আরও উৎসাহিত করার অনুরোধও নেটাগরিকদের করেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ‘ওরা ভেন্টিলেটর সরিয়ে দিয়েছে, বাবা আমি শ্বাস নিতে পারছি না’

আরও পড়ুন: তিব্বত হতে রাজি নই! কেন্দ্রশাসিত হওয়ার ‘অপমান’ সয়ে বলছে লাদাখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement