গুজরাতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ। ছবি টুইটার থেকে নেওয়া।
গুজরাতের এক আবাসন এলাকায় ঘুরে বেড়াচ্ছে একদল সিংহ। এমনই এক ভিডিয়ো সামনে এল। যে ভাবে রাস্তায় কুকুরের দলকে ঘুরে বেড়াতে দেখা যায় এ যেন তেমনই। শুধু কুকুরের জায়গায় বনের রাজা ঘুরে বেড়াচ্ছে। টুইটারে পোস্ট হওয়া এই গা ছমছমে ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আনন্দ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি তাঁর টুইটার হ্যান্ডলে এক মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বৃষ্টির রাতে রাস্তায় এক দল সিংহ ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োতে অন্তত সাতটি সিংহকে দেখা যাচ্ছে। তার রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টহল দিচ্ছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার আলো জ্বলছে, রাস্তার ধারে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু কোনও মানুষজন দেখা যাচ্ছে না। যিনি ভিডিয়োটি রেকর্ড করেছেন, তিনিও বাড়ির মধ্যে থেকেই ক্যামেরায় ভিডিয়ো রেকর্ড করেছেন। শুধু তিনিই নন, অনেকেই এই ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এমন ঘটনা ভিডিয়ো সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি।
আরও পড়ুন : রিয়াধের রাস্তায় শরীর-ঢাকা পোশাক ছাড়া মহিলা, হাঁ করে তাকিয়ে দেখলেন মানুষ
ঘটনাটি গুজরাতে জুনাগড় জেলায় গিরনার এলাকার। একজন কমেন্ট করেছেন, গির অরণ্যে বৃষ্টির কারণে সাত সদস্যের এক সিংহ পরিবার শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছে। এমন হাজারও কমেন্ট পড়েছে ভিডিয়োগুলিতে।
আরও পড়ুন : হাতেনাতে শাস্তি পেয়ে গেলেন ‘পাকিস্তানি’, ভাইরাল ভিডিয়ো
কমেন্টে যাই লেখা হোকজুনাগড়ের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট-এর টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, গিরনার অভয়ারণ্যের সিংহরা নিরাপদেই রয়েছে। বৃষ্টি হোক বা না হোক মাঝে মাঝে সিংহরা জুনাগড় শহরেরএই এলাকা দিয়ে যাতায়াত করে। এটাই তাদের স্বাভাবিক আচরণ।