ইগাতপুরির একটি কুঁড়ে ঘরে চার শাবকের জন্ম দিয়েছে স্ত্রী লেপার্ড। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল নয়। বসতি এলাকার একটি কুঁড়ে ঘরে শাবকদের জন্ম দিল একটি লেপার্ড। মঙ্গলবার তার চারটি শাবকের জন্ম হয়েছে। সব কটি শাবকই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। কুঁড়ে ঘরে শাবকের প্রতি লেপার্ডের নজরদারির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েতেই ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুরি এলাকায়।
যদিও ওই লেপার্ডকে এখনও উদ্ধার করতে পারেননি বনবিভাগের কর্মীরা। লেপার্ডটি শাবকদের কখন অন্যস্থানে নিয়ে যাবে, তার অপেক্ষা করছেন বনকর্মীরা। এ নিয়ে বনবিভাগের অফিসার গণেশরাও জোলে বলেছেন, ‘‘ইগাতপুরির একটি কুঁড়ে ঘরে চার শাবকের জন্ম দিয়েছে স্ত্রী লেপার্ড। তারা সকলেই সুস্থ ও নিরাপদে রয়েছে। শাবকের আমরা এখনও লেপার্ডটিকে ধরতে পারিনি। শাবকদের অন্যস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষা করছি।’’
শাবক-সহ লেপার্ডের ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যেই দেখা হয়েছে এক লক্ষ ৪০ হাজার বারের বেশি। আড়াই হাজারেরও বেশি নেটাগরিক ওই লেপার্ডের শাবকের দেখে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: নয়ডায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন, কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক
আরও পড়ুন: নৃশংস ভাবে কুকুরের উপর দিয়ে চালিয়ে দেওয়া হল গাড়ি!