Viral Video

শাবকের কাছে চলে এসেছে বাইক, তাড়িয়ে নিয়ে গেল মা হাতি

‘‘যখন হাতি শাবকের সঙ্গে থাকে, তখন শান্ত দৈত্য সত্যিকারের দৈত্যে পরিণত হয়।’’

Advertisement

সংবাদ সংস্থা   

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৭:৩৫
Share:

বাইকআরোহীদের তাড়া মা হাতির। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, বাচ্চাদের নিয়ে রাস্তা পার হচ্ছে মা হাতি। তাদের পার হওয়ার সময় অন্য গাড়ি থেমে গিয়েছিল রাস্তায়। কিন্তু একটি বাইক না দাঁড়িয়েই চলে আসে তাদের কাছে। তখন সেই বাইকআরোহীদের তাড়া করতে থাকে মা হাতি। দুই আরোহী বাইক ফেলে দিয়ে প্রাণ ভয়ে ছুটতে শুরু করেন।

Advertisement

বুধবার ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘যখন হাতি শাবকের সঙ্গে থাকে, তখন শান্ত দৈত্য সত্যিকারের দৈত্যে পরিণত হয়।’’

ভিডিয়োটি তুলেছিলেন শ্রীধর ভি নামের এক টুইটার ব্যাবহারকারী। জানা গিয়েছে, হাতি বাচ্চা নিয়ে যাওয়ার সময়, বনবিভাগের কর্মীরা দুই বাইকআরোহীকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই কথা অমান্য করেই তাঁরা সেখান দিয়ে যান। তার ফলও হাতেনাতে পেয়েছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: গরিবদের সাহায্য করতে প্রয়োজন ৬৫ হাজার কোটি, মত রাজনের

আরও পড়ুন: মোদীর জন্য আসছে প্রায় সাড়ে ৮ হাজার কোটির এই বিলাসবহুল বিমান, কী নেই তাতে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement