জনতা কার্ফুর সময় বাইক আরোহীকে পেটাচ্ছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
প্রধানমন্ত্রীর ডাকে রবিবার সারা দেশ জুড়ে পালিত হয়েছে জনতা কার্ফু। সেই কার্ফুর সময় গোয়ায় বাইক নিয়ে ঘুরে বেড়ানো আরোহীদের লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। এ রকম বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই পুলিশের ভূমিকা নয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার বিরোধী দল ও নেটাগরিকদের একাংশ। যদিও একাংশ নেটাগরিক আবার পুলিশের এই পদক্ষেপকে বাহবা দিয়েছেন।
জানা গিয়েছে, ভিডিয়োটি তোলা হয়েছে মারাগোর দাভোরলিম এলাকায়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি। সে দিকে একজন স্কুটি নিয়ে আসতেই পথ আটকাল পুলিশ। খানিক জিজ্ঞাসাবাদের পরই এক পুলিশ কর্মী সজোরে লাঠি চালালো। দু’ঘা খেয়েই সেই ব্যক্তি বাইক ফেলে মিনতি করছে। লক্ষণীয়, সেই পুলিশকর্মীর পরনে কিন্তু ইউনিফর্মও ছিল না।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন গোয়া কংগ্রেসের প্রধান গিরিশ ছোদানকর। সেই টুইটে পুলিশের এই আচরণের নিন্দা করেছেন তিনি। দেখুন সেই টুইট—
এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সুপারিন্টেডেন্ট অব পুলিশ(সাউথ) অরবিন্দ গাওয়াস জানিয়েছেন, ‘‘ওই পুলিশকর্মীকে আপাতত ডিউটি থেকে সরিয়ে রিজার্ভে রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি রিজার্ভেই থাকবেন।’’
আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ৪১৫, বহু রাজ্যে লকডাউন: করোনা আপডেট
আরও পড়ুন: হাততালি, ঘণ্টায় দেশ জুড়ে কৃতজ্ঞতা প্রকাশ, মোদীর ডাকে বিপুল সাড়া