Mizoram

গাছ কেটে রাস্তা পরিষ্কার করা এই ব্যক্তির পরিচয় জানেন?

মিজোরামের বাসিন্দাদের প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সেই উদাহরণ ফের সামনে এল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টের সৌজন্যে।

Advertisement

সংবাদ সংস্থা

আইজল শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১৩:৩৬
Share:

কাঠ কেটে পরিষ্কার করছে রাস্তা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

ভারতের উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মিজোরাম। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা নিবিড় তা টের পাওয়া যায় এই রাজ্যে এলে। মিজোরামের বাসিন্দাদের প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সেই উদাহরণ ফের সামনে এল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টের সৌজন্যে।

Advertisement

স্টিফেন আহমুন নামের এক ব্যক্তি একটি ভিডিয়ো আপলোড করেন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে। এই ভিডিয়ো পোস্ট করে স্টিফেন দেখাতে চেয়েছেন মিজো মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কতটা গভীর। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তার উপর পড়ে রয়েছে গাছ। সে জন্য ওই রাস্তা দিয়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এক জন ব্যক্তি কুঠার দিয়ে গাছের গুঁড়ি কাটছেন। কিন্তু কে তিনি?

গাছ কেটে রাস্তা পরিষ্কার করা ওই ব্যক্তি মিজোরামের ডেপুটি স্পিকার। তিনি চাইলে তাঁর অধস্তন কর্মীদের দিয়ে রাস্তা পরিষ্কার করাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। নিজেই হাতে তুলে নিয়েছেন কুঠার। আর তার পর শুরু করে দিয়েছেন রাস্তা পরিষ্কারের কাজ।

Advertisement

নেট দুনিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হতে সময় নেয়নি। রাস্তা পরিষ্কারের উদ্যোগ দেখে মিজোরামের ডেপুটি কমিশনারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: ফেভিকল, নিরমা... ৪০টি প্রোডাক্টের ছবি আছে এই বিজ্ঞাপনে! আপনি ক’টা দেখতে পাচ্ছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement