দিল্লিতে শীলাবৃষ্টি। ছবি: টুইটার থেকে নেওয়া।
এক ঝলকে দেখলে মনে হবে যেন শীতের সিমলা। রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ছাদ সব সাদা বরফের টুকরোয় ভরে গিয়েছে। মনের আনন্দে সেই ছবি, ভিডিয়ো শেয়ার করলেন রাজধানীর বাসিন্দারা। সেই সঙ্গে তাঁরা ‘#দিল্লিরেন’ জুড়ে দেন।
শীলাবৃষ্টির এমন প্রচুর ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে শীলা পড়ে চলেছে। সেই বরফের টুকরো জমতে জমতে রাস্তা প্রায় সাদা হয়ে দিয়েছে কয়েক জায়গায়। আর এই বৃষ্টি যে দিল্লিবাসী বেশ উপভোগ করেছেন, তা তাঁদের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। একজন আবার লিখেছেন, “দিল্লিতে এমন শীলাবৃষ্টি আগে দেখিনি।”
বৃষ্টির ছবি, ভিডিয়ো এত বেশি পরিমাণে শেয়ার হয়েছে যে, দিল্লিতে শনিবার সন্ধ্যার দিকে ‘#দিল্লিরেন’ ট্রেন্ড করতে থাকে। যাঁরা অসময়ে দিল্লির এই শীলাবৃষ্টি মিস করেছেন, তাঁরা আবার ছবি ভিডিয়ো শেয়ার করে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: রোজ বন্ধুদের ডেকে নিয়ে সাঁতার কাটতে যায় এই হাঁসের দল
বৃষ্টির জেরে শনিবার দিল্লির তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়। শুক্রবারই শীলাবৃষ্টির পূর্বভাস দিয়েছিল। হাওয়া অফিস জানিয়েছিল, সন্ধ্যার দিকে তাপমাত্রা ১৩ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আরও পড়ুন: করোনায় সতর্ক করতে সিডনির আকাশেও হাত ধোয়ার বার্তা!
আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!
দেখুন সেই ভিডিয়ো: