Ghungroo

কোভিড রোগীদের আনন্দ দিতে ‘ঘুঙরু’ নাচ চিকিৎসকের, দেখে আপ্লুত হৃতিকও

অরূপের ওই নাচ নজরে এসেছে হৃতিকেরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৫:৩৯
Share:

‘ঘুঙরু’ গানে নাচছেন চিকিৎসক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গত ৮ মাস ধরে কোভিড রোগীদের সুস্থ করতে দিন রাত কাজ করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে আবার রোগীদের মনোরঞ্জনের চেষ্টাও করছেন অনেকে। করোনাকালে কোভিড ওয়ার্ডে চিকিৎসকদের গান গাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার কোভিড আক্রান্তদের বিনোদনের জন্য পিপিই পরেই নাচলেন অসমের এক চিকিৎসক। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োতে ওই চিকিৎসককে দেখা যাচ্ছে, জনপ্রিয় ‘ঘুঙরু’ গানের সঙ্গে নাচতে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ ছবিতে এই গানের সঙ্গে হৃতিক রোশন ও বাণী কপূর নাচ খুব জনপ্রিয় হয়েছিল। দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল বলা যায়। পিপিই পরে নাচে ওই চিকিৎসকও তাঁদের থেকে কম যাননি।

জানা গিয়েছে, ‘ঘুঙরু’ গানে নাচা ওই চিকিৎসকের নাম অরূপ সেনাপতি। তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক। অরূপের ওই নাচ নজরে এসেছে হৃতিকেরও। তিনি অরূপের নাচের প্রশংসা করে টুইটারে লিখেছেন, ‘‘অরূপের এই নাচের স্টেপ আমি শিখব। একদিন ওর মতোই ভাল নাচব।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement