Viral video

Viral Video: উড়ালপুল থেকে ৩০ ফুট নীচে পড়ল বাইক, ভয়ঙ্কর ভিডিয়ো ধরা পড়ল সিসিটিভিতে

দ্রুতগতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাইকে। ঘটনাস্থলেই বাইকআরোহী দম্পতির মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১২:০৫
Share:

এই উড়ালপুলেই ঘটেছে দুর্ঘটনা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বেঙ্গালুরুর একটি উড়ালপুলের দুর্ঘটনার ভয়ঙ্কর ভিডিয়ো ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। মঙ্গলবার রাতে ইলেকট্রনিক্স সিটি উড়ালপুলে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানে দ্রুতগতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাইকে। ঘটনাস্থলেই বাইকআরোহী দম্পতির মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, মৃত দম্পতি তামিলনাড়ুর বাসিন্দা। দুর্ঘটনার সময় উড়ালপুলের লে বাইয়ে দাঁড়িয়েছিলেন। সে সময়ই পিছন থেকে দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ধাক্কা মারে বাইকে। সেই ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে পড়েন তাঁরা। প্রায় ৩০ ফুট উচ্চতার উড়ালপুল থেকে মাটি পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বছর ২০-র এক যুবক চালাচ্ছিলেন সেই গাড়ি। তিনিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement