ফেসবুক থেকে নেওয়া ছবি।
আপনি পিঠ চুলকাতে হলে কী করেন? হাত, চিরুনি বা অন্য কিছু ব্যবহার করে চুলকে নেন। অথবা কারও সাহায্য চান, তিনিও হাত বা এমনই ছোটখাটো কিছু দিয়ে আপনাকে চুলকানি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কখনও ভেবেছেন, মাটি খোঁড়ার বিশাল জেসিবি মেশিন দিয়ে পিঠ চুলকে নেওয়ার কথা? মানে এমন নয় যে, সেটিকে দেওয়ালের মতো পিঠ ঘষার জন্য ব্যবহার করা হচ্ছে। বরং তার হাতের মতো অংশটিকে উপর-নীচ করে পিঠ চুলকে নিলেন এক ব্যক্তি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে নেটাগরিকদের হাসি যেন থামছে না।
ভিডিয়োটি আবদুল আনসার নামে এক ব্যক্তির ফেসবুক পেজে শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে, একটি লালমাটি এলাকায় ট্রাকে কিছু ভর্তি করছেন কয়েক জন শ্রমিক। কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছে একটি জেসিবি মেশিন। এক প্রৌঢ় সেটির দিকে এগিয়ে যান। গিয়ে মেশিনটির কাছে পিঠ পেতে দেন। ভাব খানা এমন যেন রোজ এটা দিয়েই তিনি পিঠ চুলকান। আর জেসিবি মেশিনের অপারেটরও দিব্বি প্রৌঢ়ের পিঠ চুলকে দেন যন্ত্রটি দিয়ে। এক বার নয়, বার দুয়েক এমন করতে দেখা যায়।
আরও পড়ুন: যেন জীবন্ত হয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক যুবককে বাঁচিয়ে দিল একটি গাড়ি!
আরও পড়ুন: ঘণ্টায় ২১৭ কিমি বেগে ছুটছে জেসিবি-র ট্র্যাক্টর!
সেখানে উপস্থিত কেউ ক্যামেরাবন্দি করেন এই মস্করা। পরে তা ফেসবুকে পোস্ট হয়। আর স্বাভাবিক ভাবেই এমন ভিডিয়ো পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি। ১১ অক্টোবর আপলোড হওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লাখ ৬৭ হাজারের বেশি ভিউ পেয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক এবং শেয়ার। তবে ভিডিয়ো কবে কোথায় ক্যামেরাবন্দি হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
দেখুন সেই ভিডিয়ো: