Viral video

জঙ্গলের রাজাকে কখনও ঘাস খেতে দেখেছেন? গির অরণ্যে ঘাস খাচ্ছে সিংহ!

অদ্ভুত লাগলেও সত্যিই সিংহটি ঘাস খাচ্ছিল। কারণ অনেক সময় মাংস খাওয়ার পর অম্লের কারণে হজমে সমস্যা হয়। সেক্ষেত্রে ঘাস খেয়ে হজম সমস্যা ঠিক করার চেষ্টা করছে। অনেকের মতে, পাচনতন্ত্র ঠিক রাখার জন্য অনেক সময় ঘাস খায় হিংহ। ঘাস খেয়ে বমি করে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১৩:৩৭
Share:

গির অরণ্যে ঘাস খাচ্ছে একটি সিংহ। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

হঠাত্ কোনও সিংহ ঘাস-পাতা খেতে আরম্ভ করল, তাহলে অন্য পশুরা কি তাকে ভয় পাবে? ভয় পাক না পাক, গির অরণ্যে দেখা গেল এমনই এক সিংহকে যে ঘাস খাচ্ছে। কিন্তু কেন খাচ্ছে? এই প্রশ্নে মজা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে গির অরণ্যের একটি সিংহ ঘাস পাতায় ভরা একটি জমিতে কিছু একটা খাচ্ছে। জুম করে দেখা যাচ্ছে, আসলে সিংহটি ঘাস খাচ্ছে। প্রায় ২ মিনিটের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াছে। কিন্তু প্রশ্ন সত্যিই কি সিংহ ঘাস খায়?

অদ্ভুত লাগলেও সত্যিই সিংহটি ঘাস খাচ্ছিল। কারণ অনেক সময় মাংস খাওয়ার পর অম্লের কারণে হজমে সমস্যা হয়। সেক্ষেত্রে ঘাস খেয়ে হজম সমস্যা ঠিক করার চেষ্টা করছে। অনেকের মতে, পাচনতন্ত্র ঠিক রাখার জন্য অনেক সময় ঘাস খায় হিংহ। ঘাস খেয়ে বমি করে দেয়।

Advertisement

আরও পড়ুন ‌: মন ভাল করার ভিডিয়ো, বৃদ্ধাশ্রমে মনের আনন্দে নাচছেন এক দল বৃদ্ধা

আরও পড়ুন ‌: বিপুল বকেয়া, কেটে দেওয়া হল ইমরানের অফিসের বিদ্যুত্ সংযোগ!

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, শাকাহারী সিংহ। অন্য একজন লিখেছেন, বেচারা সিংহকে তার স্ত্রী ডায়েট করতে বলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement