প্রতীকী চিত্র। ছবি: শাটারস্টক।
গুজরাতের বডোদরা জেলার এক নালা থেকে উদ্ধার হল প্রায় ১২ ফুটের কুমির। শনিবার কুমিরটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন বন দফতরে। বন কর্মীরা এসে প্রায় চার ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করেন।
বডোদরার বন দফতরের এক আধিকারিক রবিবার জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কুমিরটি দেখা যায়। এলাকার মানুষ ফোন করেন বন দফতরে। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। চার ঘণ্টার মধ্যে কুমিরটিকে উদ্ধার করে সামনের হ্রদে ছেড়ে দেওয়ায় হয়। এই হ্রদেই প্রচুর কুমিরের বাস। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বার হ্রদ থেকে কুমির লোকালয়ে চলে এল।
কুমিরটি হ্রদে ছাড়ার আগে সেটির মাপ নেন বন কর্মীরা। কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা ছিল। কুমিরটির একটি ভিডিয়ো আপলোড হয়েছে সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার হ্যান্ডলে। ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় ৬৫ হাজার বার দেখা হয়েছে।
আরও পড়ুন: জাগলিং করতে করতে এক সঙ্গে তিনটি রুবিক্স কিউব সল্ভ, অবিশ্বাস্য ভিডিয়ো!
দেখুন সেই ভিডিয়ো:
আরও পড়ুন: বিয়ের টোপ দিয়ে সিনেমার কায়দায় দুষ্কৃতীকে ফাঁদে ফেললেন মহিলা পুলিশ অফিসার