Odisha

শিল্পকলার মাধ্যমে বিশ্ব বন্যপ্রাণ দিবসের বার্তা দিলেন সুদর্শন

বন্যপ্রাণ নিয়ে সচেতনতা নিজের শিল্পকলার মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ১২:৫৩
Share:

সুদর্শন পট্টনায়কের শিল্পকলা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। সারা বছর ধরেই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সজাগ তিনি। সমুদ্রতটে বালি দিয়ে তৈরি শিল্পকলার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন বিভিন্ন বিষয়। সারা বিশ্ব জুড়ে ৩ মার্চ পালিত হয় বিশ্ব বন্যপ্রাণ দিবস। বন্যপ্রাণ নিয়ে সচেতনতা নিজের শিল্পকলার মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

Advertisement

২০১৩ থেকেই আজকের দিনটি বন্যপ্রাণ সংরক্ষণ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিপন্ন প্রজাতির সংরক্ষণ ও এ ব্যাপারে জনমানসে সচেতনতা গড়ে তুলতেই এই দিনটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

সেই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই বালি দিয়ে শিল্পকলা করেছেন তিনি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করে সুদর্শন পট্টনায়ক লিখেছেন, ‘‘চলো সবাই প্রতিজ্ঞা করি পৃথিবীকে বন্যপ্রাণের জন্য আরও সুন্দর জায়গা করে তুলব।’’ দেখুন সেই পোস্ট—

Advertisement

আরও পড়ুন: গোমূত্র ও গোবরে সারতে পারে করোনাভাইরাস! নিদান বিজেপি নেত্রীর

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে সরবেন কেন? নানা জল্পনা মোদীর টুইটে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement