Viral

শীঘ্রই ২০ টাকার কয়েন আসছে বাজারে, ঘোষণা নির্মলার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ মার্চ নতুন কয়েনগুলির নকশা প্রকাশ করেন। কিন্তু সেগুলি এখনও বাজারে আসেনি। এবার অর্থমন্ত্রী সংসদে সেটাই ঘোষণা করলেন, দ্রুত বাজারে আসছে নতুন কয়েনগুলি

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১৭:৩২
Share:

প্রতীকী চিত্র

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী তাঁর প্রথম বাজেটে ঘোষণা করলেন শীঘ্রই বাজারে আসছে এক, দুই, পাঁচ, দশ ও কুড়ি টাকার নতুন কয়েন। এর মধ্যে কুড়ি টাকা ছাড়া বাকি সব কয়েনগুলিই বাজারে রয়েছে। পুরনো কয়েনগুলি নতুন নকশায় আসছে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ মার্চ নতুন কয়েনগুলির নকশা প্রকাশ করেন। কিন্তু সেগুলি এখনও বাজারে আসেনি। এবার অর্থমন্ত্রী সংসদে সেটাই ঘোষণা করলেন, দ্রুত বাজারে আসছে নতুন কয়েনগুলি।

কয়েনগুলি যাতে সহজে একটিকে অন্যটির থেকে আলাদা করে চেনা যায়,সে কথা ভেবেই নকশা করা হয়েছে। কুড়ি টাকার কয়েনটি ১২ কোণযুক্ত হবে। এটি তৈরি করতে তামা, দস্তা, নিকেল ব্যবহার করা হয়েছে। সব নতুন কয়েনেই অশোক স্তম্ভ ও ‘সত্যমেব জয়তে’ছাপা থাকবে। দু’পাশে লেখা থাকবে ‘ভারত’ ও ‘ইন্ডিয়া’।

Advertisement

আরও পড়ুন : সাজানো, নিরিবিলি এই দ্বীপে গিয়ে থাকতে পারলে মাসে পাবেন ৩৮ হাজার টাকা!

আরও পড়ুন : গায়ে জড়িয়ে ৬টি পাইথন, মহারানি ব্যস্ত মোবাইলে

দশ টাকার কয়েন প্রকাশের পর প্রায় দশ বছর পর বাজারে কোনও নতুন কয়েন আসছে। ইতিমধ্যেই বাজারে প্রায় তেরোরকম নকশার ১০ টাকার কয়েন রয়েছে। অনেক ক্ষেত্রেই দোকানদাররা কিছু ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, কারণ তাঁরা ভাবেন সেগুলি নকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement