নাসিকের ওই ব্যক্তি। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
তিনি কোভিশিল্ডের দু’টি টিকায় নিয়েছেন। যে হাতে টিকা নিয়েছেন সেখানে নাকি তৈরি হয়েছে চুম্বকীয় ক্ষেত্র। তাই স্টিলের হাতা, চামচ, কয়েন সবই নাকি আটকে যাচ্ছে ওই হাতে। সম্প্রতি এ রকমই ‘আজব’ দাবি করেছেন মহারাষ্ট্রের নাসিকের এক ব্যক্তি। শুধু দাবি নয়, তাঁর হাতে স্টিলের বিভিন্ন জিনিস ‘চুম্বকের টানে’ আটকে ধরার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতুহল বাড়ছে নেটাগরিকদের।
৭১ বছরের ওই ব্যক্তির নাম অরবিন্দ সোনার। তিনি নাসিকের শিবাজি চক এলাকার বাসিন্দা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে অরবিন্দের ডান হাতে স্টিলের খুন্তি, কয়েন চেপে ধরার পর আটকে থাকছে। অরবিন্দের দাবি, এই ঘটনার দিন দুয়েক আগেই তিনি নিয়েছিলেন কোভিডের টিকা। এই ভিডিয়ো শেয়ার করে নেটাগরিকদের একাংশ লিখছেন, ‘কোভিশিল্ড নেওয়ার ফল।’
কিন্তু নাসিকের ওই ব্যক্তির দাবি কি আদেও ঠিক? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানাচ্ছে, কোভিডের টিকা নিয়ে কোনও ব্যক্তির শরীরেই চুম্বক ক্ষেত্র তৈরি হওয়া সম্ভব নয়। যদিও এই বিষয়টি নিয়ে সে জেলার স্বাস্থ্য আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু বিষয়টি নিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) একটি টুইট করেছে। সেখানে বলা হয়েছে, ‘টিকা নিয়ে চুম্বকীয় ক্ষেত্রে তৈরি যে দাবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন।’