Viral

শক্তিবর্ধক তেলের গল্পে প্রাণ যাচ্ছে কাঁটা লেজের টিকটিকির

কেউ কেউ বিশ্বাস করেন, এই গিরগিটির শরীরের একরকম তেল পাওয়া যায়। যা দিয়ে নাকি হাড়ের সমস্যার চিকিত্সা হয় ও সেই সঙ্গে তাশারীরিক শক্তি বৃদ্ধি করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৮:৫০
Share:

প্রতীকী চিত্র। ছবি: শাটারস্টক।

গুজরাতের কচ্ছ জেলার ভুজে অন্তত ৩০০টি সান্দা টিকটিকি মারা হয়েছে। পরিবেশ কর্মীরা মনে করছে এই টিকটিকিগুলির লেজ থেকে একরকম তেল তৈরি হয়। সেই তেল সেই বলবর্ধক বলে পরিচিত। সেই তেলের লোভেই এগুলিকে মারা হচ্ছে বলে অভিযোগ।

Advertisement

গবেষক রীতেশ পোকের জানিয়েছে ভুজ বানি এলাকায় তিনি গবেষণা করার সময় জানতে পারেন সান্দা টিকটিকিগুলিকে মারা হচ্ছে। ভুজের বেশ কিছুটা এলাকায় বসবাসকারী এই কাঁটাযুক্ত লেজের টিকটিকি এমনিতেই সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকায় রয়েছে। তার উপর এভাবে নিধন চললে হারিয়ে যাবে একদিন। এই টিকটিকির মারার কথা তিনিই বন বিভাগকে জানিয়েছিলেন।

কেউ কেউ বিশ্বাস করেন, এই টিকটিকির শরীরের একরকম তেল পাওয়া যায়। যা দিয়ে নাকি হাড়ের সমস্যার চিকিত্সা হয় ও সেই সঙ্গে তা শারীরিক শক্তি বৃদ্ধি করে। এই তেলে নাকি অদ্ভুত শক্তি আছে। এই বিশ্বাসই গিরগিটিগুলির মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা।

Advertisement

আরও পড়ুন: ছেড়ে যেতে হবে, তাও শাবককে একলা ফেলে যেতে চাইছে না মা হাতি!

আরও পড়ুন: মাছেদের টানটান উত্তেজনার ফুটবল ম্যাচ, দেখুন কে জিতল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement