বাড়িতে তৈরি হচ্ছে মাস্ক। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের খোঁজে ওষুধের দোকানের বাইরে ভিড় জামাচ্ছেন মানুষ। বাজারে পর্যাপ্ত পরিমাণে মাস্ক পাওয়া যাচ্ছে না, বলে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতে। এই অবস্থাতে অনেকে ঘরেই তৈরি করা শুরু করেছেন মাস্ক। সেই সব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। দরকারে সময় এই কাজের জন্য প্রস্তুতকারকদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।
আইএএস অফিসার পামেলা সতপথী নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ছবি। সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমার মা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য মাস্ক তৈরি করছেন।’’ সেই ছবি ছড়িয়ে পড়তেই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। দেখুন সেই পোস্ট—
তবে ওই আইএএস অফিসারের মা একা নন। দেশের বিভিন্ন প্রান্তে এ রকম অনেক ব্যক্তিই ঘরে বসে তৈরি করছেন মাস্ক। সেই সব ছবিও ভাইরাল হয়েছে। জনৈক এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ছবিতে তাঁর মেসোমশাইকে মাস্ক তৈরি করতে দেখা যাচ্ছে। চারাসাদ্দার এক ব্যক্তি মাস্ক তৈরি করার ছবি পোস্ট করেছেন বিলাল সাফি নামের এক টুইটার ব্যবহারকারী। দেখুন সেই টুইট—
আরও পড়ুন: করোনা আতঙ্ক: ফ্ল্যাট খালি না করলে ধর্ষণের হুমকি জুনিয়র চিকিৎসককে
আরও পড়ুন: আজ মৃত্যু আরও ৩ জনের, দেশে করোনা আক্রান্ত বেড়ে ১০৭১