প্রতীকী ছবি টুইটার থেকে সংগৃহীত।
সোশ্যাল মিডিয়ার দৌলতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠেছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারও নেহাত কম নয়। অপরিচিত মহিলার ফোন নম্বর জানতে উৎসাহী ব্যক্তিকে টুইটারে যা উত্তর দিয়েছে পুণে পুলিশ তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
রবিবার নিধি দোশি নামের আইনের ছাত্রী পুণে পুলিশকে টুইটারে ট্যাগ করে ধানোরি পুলিশ স্টেশনের নম্বর চান। সেই টুইটের জবাব দিয়ে ধানোরি পুলিশ স্টেশনের নম্বরও দিয়ে দেয় পুণে পুলিশ। কিন্তু পুণে পুলিশের সেই টুইটে কমেন্ট করেন ‘চিকলু’ নামের এক টুইটার ব্যবহারকারী। পুলিশকে ট্যাগ করে তিনি ওই মহিলার নম্বর চেয়ে বসেন। সেই প্রশ্নের জবাবে পুণে পুলিশের উত্তর হৃদয় জিতেছে নেটিজেনদের।
ওই টুইটার ব্যবহারকারীর জবাবে পুলিশ লিখেছে, ‘‘স্যর, ওই মহিলার নম্বর নিয়ে আপনার কেন এত আগ্রহ তা জানতে এখন আমরা আপনার নম্বর পেতে বেশি আগ্রহী। আপনি ডিএমও হতে পারেন। কিন্তু আমরা গোপনীয়তাকে সম্মান করি।’’
দেখুন সেই টুইটগুলি—
আরও পড়ুন: শাহিনবাগের প্রতিবাদে মিলে গেল সব ধর্ম, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: নির্ভয়া কাণ্ড: ইট-পাথরের বস্তা ঝুলিয়ে ফাঁসির মহড়া তিহাড়ে