পায়ে হেঁটে বিয়ে করতে যাচ্ছেন বর। ছবি টুইটার থেকে সংগৃহীত।
বিয়ে করতে যাবেন বর। সেজে গুজে তৈরি বরযাত্রীর দলও। কিন্তু কনের বাড়ি যাবেন কী করে? প্রবল তুষারপাতে রাস্তায় জমে গিয়েছে বরফ। যার জেরে বন্ধ রাস্তা। কিন্তু বিয়ের লগ্ন তো আর পাল্টাবে না। তাই বাধ্য হয়ে তুষারপাতের মধ্যেই পায়ে হেঁটে বর চললেন বিয়ে করতে। মাথায় ছাতা নিয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন বরযাত্রীরা।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায়। তুষারপাতের জেরে রাস্তা বন্ধ থাকায় চার কিলোমিটার হেঁটে কনের বাড়ি বিজরা গ্রামে পৌঁছেছেন ওই বর। বরযাত্রীদের সঙ্গে নিয়ে ছাতা মাথায় বিয়ে করতে যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর ওই ব্যক্তিকে ‘যোগ্য বর’ বলছেন নেটিজেনরা।
ওই বরের ভাই বলেছেন, ‘‘২০০২-এ এ রকম ভাবে বিয়ে দেখেছিলাম আমরা। তার পর এই দেখলাম।’’ দেখুন সেই ছবি—
আরও পড়ুন: জামিয়ার বন্দুকবাজকে সংবর্ধনা দিতে চায় হিন্দু মহাসভা, ‘কে টাকা জোগাল’, প্রশ্ন রাহুলের
আরও পড়ুন: আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৬ থেকে সাড়ে ৬ শতাংশ, জানাল আর্থিক সমীক্ষা