Viral

Viral Goat: ওজনে ১৭৫ কেজি, দাম উঠল সাড়ে পাঁচ লক্ষ টাকা, মধ্যপ্রদেশে ইদে বিক্রি হল বিশাল ছাগল

ছাগলটির খাদ্য তালিকাও ছিল অদ্ভুত। মালিক জানিয়েছেন, মূলত কাজু বাদাম, আমন্ড খেত। জাতের দিক থেকে একটি পঞ্জাবি ছাগল।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৩:০৯
Share:

ছবি: এএনআই

ছাগলটির খাদ্য তালিকায় ছিল কাজুবাদাম, আমন্ড। ওজন ১৭৫ কেজি। দাম উঠেছে ৫.৫ লক্ষ টাকা। কুরবানির ইদ উপলক্ষে মধ্যপ্রদেশের ইনদওরে একটি ছাগলের ওজন ও দাম নিয়ে হইচই পড়ে গিয়েছে।

Advertisement

সেই কালো রঙের ছাগলটির মালিক মইন খান জানিয়েছেন, ইদ উপলক্ষে ১৭৫ কেজির ছাগলটি বিক্রি করা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকায়।

ছাগলটির খাদ্য তালিকাও ছিল অদ্ভুত। মালিক জানিয়েছেন, এটি মূলত কাজু বাদাম, আমন্ড খেত। জাতের দিক থেকে একটি পঞ্জাবি ছাগল। উচ্চতায় এটি চার ফুট। শেষ ১০ মাস ধরে ছাগলটিকে বড় করছেন মইন। ইদ উপলক্ষে ছাগলটিকে বিক্রি করার জন্য বাজারে এনেছিলেন। সেখানেই দাম উঠেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা।

Advertisement

মইন জানিয়েছেন, তাঁর কাছে একটি খয়েরি রঙের ছাগল রয়েছে। যেটির ওজন ১৫০ কেজি। সেটিকেও তিনি বাজারে এনেছিলেন। তবে সেই ছাগলটি বিক্রি হয়নি। ইদের এই উৎসবে সাধারণত কুরবানি দেওয়ার একটি প্রথা আছে। সেই কারণে স্থানে ‘বকরি’ ইদ নামেও এটিকে অনেকে অভিহিত করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement