Viral

এ যেন আর এক বিদ্যাসাগর, রাস্তায় মায়ের পাশে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিশোরী

ছবিটির যে অংশটি সবার মনোযোগ টানবে তা হল, ওই মহিলার পাশে বসা কিশোরীটি। সে সম্ভবত ওই মহিলার মেয়ে। মায়ের পাশে বসে সে বই খাতা খুলে এক মনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:১০
Share:

রাস্তার ধারে মায়ের পাশে বসে চলছে পড়াশোনা। ছবি: টুইটার থেকে নেওয়া।

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় রাস্তার ল্যাম্পপোস্টের নীচে পড়াশোনা করতেন, সেই কাহিনি আমরা সবাই জানি। পরে অনেকে একই উপাধি পেলেও বিদ্যাসাগর বললে আমাদের চোখের সামনে তাঁর এমনই কিছু ছবিই ভেসে ওঠে আমাদের সামনে। এক কিশোরীর সেই রকমই একটি ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

অবনীশ সরণ নামে ২০০৯ সালের ছত্তীসগঢ় ব্যাচের এক আইএএস অফিসার তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ছবির ভিড় দেখা যায়, এই ছবিটি যেন তার থেকে বেশ কিছুটা আলাদা। ফলে নেটাগরিকদের কাছে আলাদা জায়গাও করে নিয়েছে সেটি।

ছবিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার ধারে এক মহিলা একটি ওজন করার যন্ত্র নিয়ে বসে রয়েছেন। পাশে একটি প্ল্যাকার্ড রাখা রয়েছে। তাতে হিন্দিতে লেখা, ‘এখানে ওজন মাপা হয়। আপনি আপনার ইচ্ছে মতো পয়সা দিতে পারেন। আমি আপনার অল্প সাহায্য প্রার্থনাক করছি ।’

Advertisement

আরও পড়ুন: পাখি ধরে খাচ্ছে মাকড়সা, এমন ভিডিয়ো চাক্ষুষ করেছেন কখনও?

আসলে এমন একটি আবেদনও এই ছবির মূল আকর্ষণ নয়। ছবিটির যে অংশটি সবার মনোযোগ টানবে তা হল, ওই মহিলার পাশে বসা কিশোরীটি। সে সম্ভবত ওই মহিলার মেয়ে। মায়ের পাশে বসে সে বই খাতা খুলে এক মনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। রাস্তার ধারে তার মা সংসার চালানোর জন্য দু’টো পয়সা জোগাড়ের চেষ্টা করছেন আর মেয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: উপহারে যেমন টাকা, তেমন খাবার, নিমন্ত্রণে অবাক ঘোষণা

অবনীশ ছবিটি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পোস্ট করেছেন। কোথায় তোলা হয়েছে, ছবিটি সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি। তবে স্বাভাবিক ভাবেই এমন একটি মন ছুঁয়ে যাওয়া ছবি ভাইরাল হতে সময় নেয়নি। নেটাগরিকরা ছ’ হাজারের বেশি লাইক দিয়েছেন পোস্টটিতে। সেই সঙ্গে সমানে চলছে নানা রকম মন্তব্য।

দেখুন সেই ছবি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement