Viral

ক্যাবের ফার্স্টএড বক্সে কন্ডোম না থাকলে নাকি ফাইন করছে পুলিশ

ক্যাব ড্রাইভারদের এই সব দাবি, কন্ডোমের নানাবিধ ব্যবহার সম্পর্কে পুলিশকে প্রশ্ন করা হয়। পুলিশকর্মীরা হাসতে হাসতে উত্তর দিয়েছেন, তাঁদের বিষয়টি জানা নেই। সেই সঙ্গে জানিয়েছেন কন্ডোমের এত ব্যবহার সম্পর্কে তাঁরা জানেন না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৩
Share:

প্রতীকী চিত্র।

নতুন মোটর ভেহিকল আইন চালু হওয়ার পর থেকে নানা ধরনের জরিমানার খবর সামনে আসছে। কিন্তু ট্যাক্সিতে কন্ডোম না রাখার জন্য জরিমানার কথা এই প্রথম শোনা গেল। দিল্লির কিছু ক্যাব ড্রাইভারের দাবি, গাড়িতে ফার্স্টএড বক্সে কন্ডোম না থাকার জন্য নাকি তাঁদের জরিমানা করা হচ্ছে। তবে এমন কোনও চালানের ছবি এখনও সামনে আসেনি যেখানে কন্ডোম না রাখার জন্য ফাইনের কথা বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই দুটি টুইট করেছে। সেখানে কিছু ক্যাব ড্রাইভারদের ছবি সহ তাঁদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে, ফার্স্টএড বক্সে কন্ডোম না রাখার জন্য পুলিশ জরিমানা করেছে। আবার অনেক ক্যাব চালাকের দাবি, কন্ডোম নানা কাজে ব্যবহার হয়। যেমন গাড়ির প্রেসার পাইপ ফেটে গেলে কন্ডোম দিয়ে তাঁরা সেটি বেঁধে রাখেন। এমনকি বর্ষার সময় জুতো বাঁচাতেও তাঁরা কন্ডোম ব্যবহার করেন।

ক্যাব ড্রাইভারদের এই সব দাবি, কন্ডোমের নানাবিধ ব্যবহার সম্পর্কে পুলিশকে প্রশ্ন করা হয়। পুলিশকর্মীরা হাসতে হাসতে উত্তর দিয়েছেন, তাঁদের বিষয়টি জানা নেই। সেই সঙ্গে জানিয়েছেন কন্ডোমের এত ব্যবহার সম্পর্কে তাঁরা জানেন না।

Advertisement

আরও পড়ুন : বাচ্চা মেয়েটিকে চুমু খাচ্ছে বিশাল পাইথন, এক কোটির উপর ভিউ পেল ভিডিয়োটি

আরও পড়ুন : প্রাক্তন বিচারপতির বাড়িতে গৃহবধুর উপর অত্যাচারের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ

দিল্লির মোটর ভেহিকল অ্যাক্ট (১৯৯৩) অনুযায়ী ক্যাবে যে সব জিনিস ফার্স্টএড বক্সে রাখতে হয় তার তালিকায় কন্ডোম নেই। ফলে এক দিকে ড্রাইভারদের দাবি, কন্ডোম না রাখলে পুলিশ জরিমানা করছে। অন্যদিকে পুলিশকর্মীরা জানেন না কেন ড্রাইভাররা কন্ডোম রাখছেন তাঁদের ফার্স্টএড বক্সে। আবার কন্ডোমের জন্য ফাইন করার কোনও চালানের দেওয়াও পাওয়া যায়নি। ফলে কারও কারও মতে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement