Viral

গাছ বাঁচাতে সরাসরি ‘ভগবানের সাহায্য’ নিলেন উত্তরপ্রদেশের পরিবেশকর্মী

পরাগদত্ত জানিয়েছেন, এলাকার মানুষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষার বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আর গাছে এভাবে দেবদেবীর ছবি এঁকে দেওয়ায় তাঁরা এখন আর গাছ কাটার কথা ভাবেনই না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১০:৪৮
Share:

গাছে গদা ডমকু আঁকছেন পরাগদত্ত। ছবি: টুইটার থেকে নেওয়া।

সরাসরি ‘ভগবানের’ সাহায্যে গাছ বাঁচানোর লড়াইয়ে নেমেছেন উত্তরপ্রদেশের একপরিবেশ কর্মী। আর ‘ভগবান’ সঙ্গে থাকলে কে কবে কোন লড়াইয়ে হেরেছেন! গোন্ডার পরিবেশকর্মী পারাগদত্ত মিশ্র এভাবেই বাঁচাচ্ছেন কয়েকশো গাছ। মানুষ আর সেই সব গাছ কাটার কথা ভাবতেই পারেন না।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরাগদত্ত এক হাজারের উপর গাছে হিন্দু দেবতাদের প্রতীক এঁকে দিয়েছেন, যাতে এলাকার মানুষ গাছগুলি না কেটে ফেলেন। আর এতে কাজও হচ্ছে।

সংবাদমাধ্যমকে পরাগদত্ত জানিয়েছেন, এলাকার মানুষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষার বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আর গাছে এভাবে দেবতাদের ছবি এঁকে দেওয়ায় তাঁরা এখন আর গাছ কাটার কথা ভাবেনই না।

Advertisement

পরাগদত্ত এখন বাড়ি থেকে বেরলেই সঙ্গে রং, তুলি রাখেন। যেখানেই রাস্তার ধারে বড় কোনও গাছ দেখেন, তাতেই ‘গদা’ ও ‘ডমরু’ এঁকে দেন। গদা হনুমানের প্রতীক আর ডমরু শিবের প্রতীক।

গাছে গাছে ভগবানের প্রতীক আঁকার এই খরচ তিনি নিজের পকেট থেকেই দেন।কিছুদিন আগেই এই এলাকায় উন্নয়ন-সহ বিভিন্ন কাজে যথেচ্ছ গাছ কাটা হত। কিন্তু এখন ভগবানের প্রতীক আঁকার ফলে তা কমেছে বলে দাবি করেছেন পরাগদত্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement