Uttar Pradesh

এত লম্বা খাট নেই! লখনউতে খেলা দেখতে এসে হোটেল জুটল না আফগান দর্শকের

প্রিয়দলের খেলা দেখতে সেখানে এসেছেন আফগানিস্তানের বাসিন্দা শের খান। কিন্তু খেলা দেখতে এসে তিনি পড়েছেন বিপাকে। কোনও হোটেল তাঁকে থাকার জন্য ঘর দিতে রাজি নয়।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ১৭:২২
Share:

হোটেল না পাওয়া আফগানি ব্যক্তি শের খান। ছবি টুইটার থেকে সংগৃহীত।

উত্তরপ্রদেশের লখনউতে শুরু হয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। প্রিয়দলের খেলা দেখতে সেখানে এসেছেন আফগানিস্তানের বাসিন্দা শের খান। কিন্তু খেলা দেখতে এসে তিনি পড়েছেন বিপাকে। কোনও হোটেল তাঁকে থাকার জন্য ঘর দিতে রাজি নয়। এর কারণ শের খানের উচ্চতা!

Advertisement

কাবুলের বাসিন্দা শের খানের উচ্চতা আট ফুট দুই ইঞ্চি। মঙ্গলবার লখনউ এসে থাকার জন্য তিনি ঘুরেছেন বেশ কয়েকটি হোটেলে। কিন্তু সকল হোটেলে মালিকেরই বক্তব্য ছিল, তাঁর মতো লম্বা লোককে দেওয়ার মতো ঘর নেই তাঁদের কাছে, নেই অত বড় খাটও। অচেনা শহরে থাকার জায়গা না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। তার পর লখনউয়ের নাকা এলাকায় হোটেল রাজধানীতে শেরের থাকার ব্যবস্থা করে পুলিশ। মঙ্গলবার রাত থেকে সেখানেই রয়েছেন তিনি।

আট ফুটেরও বেশি উচ্চতার শেরের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর লোক দেখতে আসছেন তাঁকে। সে জন্য কিছুটা বিরক্তও তিনি। হোটেল রাজধানীর মালিক রানু বুধবার এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘দু’শোরও বেশি লোক এখনও অবধি দেখতে এসেছেন। এতে তিনি খুব বিরক্ত।’’ শের এখনও চার-পাঁচদিন লখনউয়ে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: নিজেকেই জরিমানা করলেন জেলাশাসক! কেন জানেন?

আরও পড়ুন: রোজ দুপুরে কাপড়ের দোকানে এসে বিশ্রাম নেয় এই গরুটি! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement