Viral

পরিবেশ বান্ধব কাঠের সাইকেল বানিয়ে ফেললেন ভারতীয় যুবক, বরাত পাচ্ছেন কানাডা থেকেও

বাড়িতে যা ছিল, প্লাইউড, যন্ত্রপাতি ও একটি পুরনো সাইকেল থেকেই তিনি এই পরিবেশ বান্ধব সাইকেল বানিয়ে ফেলেছন।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডিগড় শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০
Share:

নিজের তৈরি সাইকেল নিয়েধানিরাম সাগ্গু। টুইটার থেকে নেওয়া ছবি।

করোনাভাইরাসের অতিমারিতে বহু মানুষ জীবিকা হারিয়েছেন। অনেকেই আবার জীবিকা বদলাতে বাধ্য হয়েছেন। আবার দীর্ঘ লকডাউনের অফুরন্ত সময়ে অনেকেই নিজের অপূর্ণ ইচ্ছা পুরণ বা সৃজনশীলতাকে বিকশিত করার চেষ্টা করেছেন। তেমনি এক সফল যুবক পঞ্জাবের ধানিরাম সাগ্গু। যিনি পেশায় সাধারণ কাঠের মিস্ত্রি ছিলেন। কিন্তু এখন তিনি আত্মনির্ভরশীল, তাঁর তৈরি অভিনব সাইকেলের বরাত সুদূর কানাডা থেকেও আসছে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন। পঞ্জাবের ছোট্ট একটি শহর জিরাকপুরের ধানি কাজ হারিয়ে এপ্রিল মাস থেকেই মাঠে নেমে পড়েছেন আত্মনির্ভর হতে। অনেক ভাবনা-চিন্তার পর তিনি ঠিক করেন, যতটা সম্ভব পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তিনি একটি সাইকেল বানাবেন।

সাইকেল এমনিতেই পরিবেশ বান্ধব, তার উপর এটির উপাদানও আবার পরিবেশ বান্ধব। এই সাইকেল তৈরি করতে গিয়ে প্রথমে বার দুয়েক ব্যর্থও হন ধানি, কিন্তু হাল ছাড়েননি। শেষ পর্যন্ত প্লাইউড, করাত আর কিছু ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে বানিয়ে ফেলেন কাঠের সাইকেল। যার মূল কাঠামোটি প্লাইউডের তৈরি। চাকা, প্যাডলের মতো অংশগুলি অবশ্য অন্য সাইকেলের মতো ধাতুর।

Advertisement

আরও পড়ুন: সানি লিওনির পছন্দের তালিকায় লস অ্যাঞ্জেলসের সেরা দু’টি ‘জিনিস’ কী দেখুন

আরও পড়ুন: নেটফ্লিক্সে গোপন কোড হ্যাক করে নিল ১২ বছরের কিশোরী, দেখুন সেই ট্রিক

ধানির এই সাফল্যের কথা এলাকার মানুষের কাছে ও পরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে ধানি কাঠের সাইকেলের বরাত পেতে থাকেন। এক একটি সাইকেল ধানি ১৫ হাজার টাকায় বিক্রি করছেন। ফলে তিনি মুনাফাও পাচ্ছেন। শুধু তাই নয়, এখন তিনি কানাডা থেকেও বরাত পেয়েছেন।

দেখুন পরিবেশ বান্ধব সাইকেলের ভিডিয়ো:

ধানি জানিয়েছেন, আর পাঁচ জন সাধারণ কাঠের মিস্ত্রির মতোই কাজ করতেন তিনি। কিন্তু লকডাউনে বসে না থেকে নিজেকে ব্যস্ত রাখার কথা ভাবেন। বাড়িতে যা ছিল, প্লাইউড, যন্ত্রপাতি ও একটি পুরনো সাইকেল থেকেই তিনি এই পরিবেশ বান্ধব সাইকেল বানিয়ে ফেলেছন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement