৭৪ বছর বয়সে মা হলেন এরামাত্তি। ছবি : টুইটার থেকে সংগৃহীত।
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ৭৪ বছর বয়সী এক মহিলা প্রথমবার জন্য মা হলেন। বৃহস্পতিবার তিনি দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। চিকিত্সকদের দাবি তিনিই এখনসব চেয়ে বেশি বয়সে প্রথমবার মা হওয়ার রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল পঞ্জাবের দলজিন্দর কউরের। ২০১৬ সালে তিনি ৭০ বছর বয়সে মা হন।
পূর্ব গোদাবরী জেলার বাসিন্দা ই রাজা রাও (৮০) ও এরামাত্তি মাঙ্গায়াম্মার বিয়ে ১৯৬২ সালের ২২ মার্চ। প্রায় ৫৭ বছর তাঁরা নিঃসন্তান ছিলেন। অনেক চিকিত্সা করিয়ে এতদিন তাঁরা সন্তান সুখ পাননি। গতবছর এরামাত্তি জানতে পারেন তাঁরই এক প্রতিবেশি মহিলা ৫৫ বছরে মা হয়েছেন। তারপরই তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন। জানতে পারেন কী ভাবে বেশি বয়সেও মা হওয়া সম্ভব। তাঁরাও সেই চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নেন। আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হন এরামাত্তি।
কোথাপেটের অহল্যা হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এরামাত্তি সন্তানের জন্ম দেন। চিকিত্সকরা সিজার পদ্ধতিতে প্রসব করান। দুই সন্তানই সুস্থ রয়েছে। মহিলাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন : বৈঠকে বসে মোদী বাজাচ্ছেন তবলা আর পুতিন খেলছেন ঘড়ি নিয়ে!
আরও পড়ুন : খেলা চলতে চলতেই স্টেডিয়ামের উপর থেকে ১৩ বছর কিশোরীর উপর পড়লেন যুবক!