Mumbai

৮৭ বছরের জোশি আঙ্কলের পাশে দাঁড়াতে অন্তত একটা ব্যাগ কেনার অনুরোধ ভাইরাল সোশ্যালে

গৌরী নামের এক টুইটার ইউজার এক বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সম্ভবত কোনও মোবাইলের দোকানের মার্বেল বাঁধানো সিঁড়িতে বসে পেট চালানোর জন্য দু’টো পয়সা আয় করার চেষ্টা করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ১৪:৪০
Share:

জোশি আঙ্কল। ছবি: টুইটার থেকে নেওয়া।

লকডাউনে মনে হয় সোশ্যাল মিডিয়ার শক্তি আরও বেশি করে সামনে আসছে। দিন কয়েক আগেই নেটাগরিকদের দৌলতে বিখ্যাত হয়ে যায় দিল্লির বাবা কি ধাবা। একের পর এক সাহায্যের হাত এগিয়ে আসে তার মালিক কান্ত প্রসাদের দিকে। এছাড়াও একাধিক দুঃস্থ, বয়স্ক মানুষের কাহিনি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তাতে সাড়াও দেন নেটাগরিকরা। এবার এক ৮৭ বছরের বৃদ্ধের কাহিনি তুলে ধরলেন এক টুইটার ইউজার।

Advertisement

গৌরী নামের এক টুইটার ইউজার এক বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সম্ভবত কোনও মোবাইলের দোকানের মার্বেল বাঁধানো সিঁড়িতে বসে পেট চালানোর জন্য দু’টো পয়সা আয় করার চেষ্টা করছেন। ছবিতে হাতে একটি ১০ এবং ৫০ টাকার নোট তুলে ধরে রয়েছেন। হয় কারোর কাছ থেকে দাম নিচ্ছেন অথবা টাকা ফেরত দিচ্ছেন। আসলে তিনি পুরনো কাপড়ের তৈরি ব্যাগ বিক্রি করেন।

টুইটের পোস্টে বৃদ্ধকে জোশি আঙ্কল বলে সম্বোধন করা হয়েছে। তিনি ৪০ থেকে ৮০ টাকায় এই ব্যাগগুলি বিক্রি করেন। যার কাপড় তিনি জোগাড় করেন কোনও পুরনো সোফার কভার বা পর্দা থেকে। নিজের হাতেই ব্যাগ সেলাই করে মুম্বইয়ের বোম্বিবলিতে ফাদেকা রোড এলকায় বসে বিক্রি করেন। তাই এমন এক বৃদ্ধের পাশে দাঁড়ানো আবেদন করা হয়েছে টুইটে।

Advertisement

আরও পড়ুন: গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে দৌড়, সাড়ে ৫ মিনিটে এক মাইল

আরও পড়ুন: ২৫ বছর একই নম্বরে লটারি কেটে বাজিমাত, জ্যাকপটে কোটিপতি পরিবার

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement