Manipur Violence

গ্রামের নাম বদলালেই হবে জেল, জরিমানা! গোষ্ঠীহিংসা বিধ্বস্ত মণিপুরে নতুন আইন

গত বছর থেকে শুরু হওয়া মেইতেই বনাম কুকি-জ়ো জনগোষ্ঠীর সংঘাতপর্বে ‘বিরোধী সম্প্রদায়’ অধ্যুষিত গ্রাম ও জনপদের নাম বদলের উদ্যোগ শুরু হয়েছে মণিপুরের বিভিন্ন জেলায়। তা ঠেকাতেই এই উদ্যোগ বীরেনের সরকারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ২৩:০২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গোষ্ঠী সমীকরণ মাথায় রেখে কোনও জায়গার নাম বদলানোর চেষ্টা করলে তিন বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে মণিপুরে। হতে পারে দু’লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এই মর্মে সে রাজ্যের বিধানসভায় একটি বিল পাশ করিয়েছে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকার।

Advertisement

বিজেপি সরকারের পাশ করে ‘মণিপুর নেম অফ প্লেসেস বিল ২০২৪’-এ বলা হয়েছে, জাতিগত সমীকরণের প্রেক্ষিতে কোনও জায়গার সরকারি নাম বদলের চেষ্টা হলে সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধি-সহ দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

গত বছর থেকে শুরু হওয়া মেইতেই বনাম কুকি-জ়ো জনগোষ্ঠীর সংঘাতপর্বে ‘বিরোধী সম্প্রদায়’ অধ্যুষিত গ্রাম ও জনপদের নাম বদলের উদ্যোগ শুরু হয়েছে মণিপুরের বিভিন্ন জেলায়। তা ঠেকাতেই এই উদ্যোগ বীরেনের সরকারের।

Advertisement

গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement