বুকসমান জলে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ।
নদীর উপর সেতু না থাকায় বর্ষায় ফুলেফেঁপে ওঠা নদীর বুকসমান জল ভেঙে শ্মশানে নিয়ে যেতে হল মরদেহ। ভয়ানক এই দৃশ্য ধরা পড়েছে ওড়িশার কালাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লকে।
মঙ্গলবার ওই ব্লকের বেহরাগুড়া গ্রামে সান্তা রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকার পর মৃত্যু হয় তাঁর। সান্তা রানার সৎকার নিয়ে মহা সমস্যায় পড়লেন তাঁর আত্মীয়রা। গ্রামে জল থইথই করছে। শ্মশানে দেহ নিয়ে যেতে গেলেও নদীর জল ভেঙে যেতে হবে।
অন্য সময় হাঁটু সমান জল থাকে যে নদীতে, গত কয়েক দিনের বৃষ্টিতে সেই নদীতে এখন বুকসমান জল। তাই সৎকার করতে বুকসমান জলেই নেমে পড়লেন সান্তার আত্মীয়রা। বৃষ্টিতে যাতে দেহ ভিজে না যায়, তাই কলাপাতা দিয়ে সান্তার দেহ ঢেকে দিয়েছিলেন তাঁরা। নদীর জল ভেঙে দেহ নিয়ে যাওয়ার সেই দৃশ্য ভাইরাল হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, বার বার আবেদন করার পরেও সেতু বানানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বছরভরই নদীর জল ভেঙে ওপারে যেতে হয়। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় বর্ষাকালে।