বিক্রমজিৎ সিংহ মিডডুখেরা
প্রাণপণে পালিয়েও শেষ রক্ষা হল না। দিন-দুপুরে দুষ্কৃতীদের ছোড়া পরপর ২০টি গুলিতে খুন হলেন পঞ্জাবের অকালি দলের যুবনেতা বিক্রমজিৎ সিংহ মিডডুখেরা ওরফে ভিকি।
আজ সকালে মোহালির মাতাউর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ দিন সেখানে এক নির্মাণ ব্যবসায়ীর দফতরে দেখা করতে যান ভিকি। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে তাঁর উপরে হামলা চালায় চার মুখোশ পরা দুষ্কৃতী। সিসি ক্যামেরায় সেই হামলার ছবি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, সাদা রঙের গাড়ির দরজা খুলে ওঠার সময়েই তার দিকে গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে আসে দু’জন। দুষ্কৃতীরা ভিকিকে লক্ষ্য করে ২০টি গুলি ছোড়ে। ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও খানিক দূরে গিয়ে লুটিয়ে পড়েন জখম ভিকি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরে গাড়ি চেপে পালায় দুষ্কৃতীরা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। তবে সমস্ত দিক ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অকালি দলের এই যুবনেতা পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রনেতাও ছিলেন। তাঁর খুনের ঘটনায় দলের প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখপাত্র দলজিৎ সিংহ চিমা বলেন, ‘‘দিনদুপুরে এমন ঘটনায় বোঝা যাচ্ছে যে রাজ্যে আইনের ভয়ডর বলে কিছু নেই। এ দিনের ঘটনায় পঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা আরও এক বার প্রকাশ্যে এল। রাজ্যে সকলেই নিরাপত্তার অভাবে ভুগছেন।’’