Pinarayi Vijayan

Pinarayi Vijayan: অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বিজয়ন

মুখ্যমন্ত্রী বিজয়নকে চেয়ারম্যান করার পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনকে অভ্যর্থনা কমিটির সাধারণ আহ্বায়ক করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ০৫:২৪
Share:

সিপিএম পার্টি কংগ্রেসের প্রস্তুতী সভা। কান্নুরে।

নজির গড়ে টানা দ্বিতায় ক্ষমতায় ফেরার পরে তাঁদের রাজ্যেই পার্টি কংগ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এ বার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেই ২৩তম পার্টি কংগ্রেসের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হল। কেরলের কান্নুরে আগামী ৬ থেকে ১০ এপ্রিল হবে পার্টি কংগ্রেস। তার প্রস্তুতির জন্য কমিটি গড়ার বৈঠক ছিল সোমবার কান্নুরে। মুখ্যমন্ত্রী বিজয়নকে চেয়ারম্যান করার পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনকে অভ্যর্থনা কমিটির সাধারণ আহ্বায়ক করা হয়েছে। কোষাধ্যক্ষ হয়েছেন এম ভি জয়রাজন। পার্টি কংগ্রেস আয়োজনের কার্যনিবার্হী কমিটিতে ২৫১ জন এবং সাংগঠনিক কমিটিতে ১০০১ জনকে রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement