elephant

Elephant: হাতিদের ‘জেড প্লাস প্লাস প্লাস’ নিরাপত্তা! ‘ভিআইপি’কে দেখতে পাচ্ছেন কি?

শাবকের জন্য হাতিদের নিরাপত্তার বেষ্টনী দেখে অবাক হতে হয়। এই দৃশ্য অনেককেই ‘ভিআইপি’ নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৫:৩০
Share:

শাবকের জন্য হাতির দলের নিরাপত্তাবেষ্টনী। ছবি সৌজন্য টুইটার।

এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক…।

Advertisement

হাতির ভিড়ের মাঝেই ছোট্ট শাবককে দেখা গেল। বড়দের সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করছিল সেটি। নবজাতক সেই হাতিটি যাতে কারও শিকার না হয়, তাই একটা নিরাপত্তার বেড়া তৈরি করেছিল হাতির দল। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

শাবকের নিরাপত্তায় হাতির দল যে বেষ্টনী তৈরি করেছে, এই দৃশ্য অনেককেই ‘ভিআইপি’ নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছে। ভিডিয়োটি শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দ। ক্যাপশনে লিখেছেন, ‘হাতি যে ভাবে নবজাতকের নিরাপত্তা দেয়, সে ভাবে এই বিশ্বের কেউই বোধহয় পারে না। এই নিরাপত্তাকে জেড প্লাস প্লাস প্লাস নিরাপত্তা বলা ভাল।’

Advertisement

ভিডিয়োটি তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের সত্যমঙ্গলমের বলে দাবি করা হচ্ছে। এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘এ দৃশ্য সহজে দেখা যায় না। অসাধারণ। হাতিদের মধ্যে সম্পর্কের বাঁধন খুবই মজবুত।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement