Viral video

Viral: চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি! মুম্বইয়ের ঘাটকোপারের সেই দৃশ্য ভাইরাল

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। সেই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৮:৫৮
Share:

সিঙ্কহোলে ডুবে যাচ্ছে গাড়িটি। ছবি সৌজন্য টুইটার।

চোখের নিমেষে সিঙ্কহোলে তলিয়ে গেল আস্ত একটা গাড়ি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়। সেই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

গত কয়েক দিন ধরেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। চার দিক জল থইথই। ঘটাকোপারেও পরিস্থিতি ভয়াবহ। রবিবার ওই এলাকারই রামনিবাস সোসাইটিতে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি তুলেছেন খোদ গাড়ির মালিকই।

সোসাইটির গাড়ি পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল। রবিবারও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আচমকাই দেখা যায়, নীল রঙা একটি গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে হঠাৎ ধস নেমে একটা বিশাল গর্ত তৈরি হয়। মুহূর্তে গাড়িটি গর্তের মধ্যে পড়ে তলিয়ে যায়।

Advertisement

সোসাইটির বাসিন্দারা জানিয়েছেন, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যাবস্থা করা হয়েছে সেখানে অনেক পুরনো ৫০ ফুট গভীর একটা কুয়ো ছিল। সেই কুয়ো বুজিয়ে পার্কিংয়ের জায়গা বানানো হয়েছে। প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে গিয়েই এমন কাণ্ড ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement