Kodiyeri Balakrishnan

প্রয়াত কেরল সিপিএমের পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন

এসএফআই থেকে রাজনীতির আঙিনায় আসা বালকৃষ্ণন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মোট চার বার। কেরলে এলডিএফ মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কেরল শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২৩:৪৫
Share:

প্রয়াত কোডিয়ারি বালকৃষ্ণন। — ফাইল চিত্র।

প্রয়াত হলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য ও কেরলে দলের প্রাক্তন রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন (৬৯)। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, গত মাসে ভর্তি হয়েছিলেন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে গত মার্চ মাসে ফের নির্বাচিত হলেও অসুস্থতা জনিত কারণেই অগস্টের শেষে ওই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। এসএফআই থেকে রাজনীতির আঙিনায় আসা বালকৃষ্ণন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মোট চার বার। কেরলে এলডিএফ মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। কেরলে সিপিএম রাজনীতিতে যে কান্নুর লবির প্রভাব সুবিদিত, বালকৃষ্ণন ছিলেন তার অন্যতম প্রতিনিধি। তিনি দায়িত্ব ছাড়ার পরে রাজ্য সম্পাদক হয়েছেন কান্নুর জেলারই এম ভি গোবিন্দন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement