মা কালীর দেখা না পেয়ে আত্মঘাতী যুবক। —প্রতীকী চিত্র।
২৪ ঘণ্টা ধরে বন্ধ ঘরে ‘তপস্যা’ করেছেন। মনেপ্রাণে ডেকেছেন মা কালীকে। কিন্তু এত করেও ঈশ্বরের দেখা পেলেন না! হতাশায় আত্মঘাতী হলেন বারাণসীর পুরোহিত। নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
বারাণসীর ওই পুরোহিতের নাম অমিত শর্মা (৪৫)। ভাড়াবাড়িতে থাকতেন তিনি। রবিবার সেখান থেকেই রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, মা কালীর ভক্ত ছিলেন যুবক। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রায়ই পুজো করতে যেতেন। বুধবার তাঁর আত্মহত্যার কথা পুলিশ জানিয়েছে।
বারাণসীর এসিপি ঈশান সোনি জানান, মা কালীর দেখা পেতে বদ্ধপরিকর ছিলেন যুবক। সেটা না হওয়ায় আত্মহত্যা করেছেন। নিজেই নিজের গলা কেটেছেন। স্থানীয় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
যুবকের বাড়ির মালিক জানিয়েছেন, গত সাত বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সারা দিন পুজোআচ্চা নিয়েই থাকতেন। কখনও কখনও তীর্থযাত্রায় যেতেন। আমচকা তিনি এমন ঘটনা ঘটাবেন, কেউ ভাবতে পারেননি। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিলেন যুবক। ভিতরে শুরু করেছিলেন মা কালীর আরাধনা। তাঁর দেখা পেতে দিনরাত এক করে ‘তপস্যা’ করেন তিনি। ২৪ ঘণ্টা ধরে শুধু ‘মা কালী, দর্শন দে’ বলে গিয়েছেন। কিন্তু তার পরেও ভগবানের দেখা মেলেনি।
মায়ের দেখা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যুবক। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। রবিবার নিজের সঙ্গে থাকা ধারালো অস্ত্র গলায় চালিয়ে আত্মহত্যা করেছেন যুবক। পুলিশ জানিয়েছে, যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।