pro hindu

ভ্যালেন্টাইন্স ডে-তে তাণ্ডব হিন্দুত্ববাদীদের 

প্রেমদিবসের বিরোধিতা করে কাল নাগপুরে মিছিল করেছিল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৩
Share:

ভ্যালেন্টাইন ডে-র বিপক্ষে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল।

ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতা করে গতকাল দেশের বিভিন্ন শহরে তাণ্ডব চালাল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে গেরুয়া পাঞ্জাবি, গলায় কমলা

Advertisement

উত্তরীয় পরা যুবকদের অশান্তি ছড়াতে দেখা দিয়েছে। কোথাও মোটরবাইকে চেপে তারা যুগলদের ধাওয়া করেছে। কোথাও লাঠি উঁচিয়ে ধমক-ধামক দেওয়া হয়েছে তরুণ-তরুণীদের। কিছু জায়গায় রীতিমতো ভাঙচুরের ছবিও দেখা গিয়েছে।

প্রেমদিবসের বিরোধিতা করে কাল নাগপুরে মিছিল করেছিল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকেরা। সেখানে স্লোগান ওঠে, ‘ভ্যালেন্টাইন্স ডে মুর্দাবাদ’। স্থানীয় সূত্রের খবর, মিছিলে লালরঙা পুতুল, সফট্‌ টয় ইত্যাদি পোড়ানো হয়। তেলঙ্গানার নেরদমেটে একই ভাবে মিছিলের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীরা। তবে গোলমালের আশঙ্কায় শুরুতেই সেখানে বেশ কয়েক জনকে আটক করে পুলিশ। তবে আগাম সতর্কতা থাকা সত্ত্বেও হায়দরাবাদে অশান্তি আটকানো যায়নি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এ দিন লাল বেলুন, শোলা, ফাইবারের তৈরি হৃদয়াকৃতির নানা মোটিফে সাজানো হয়েছিল শহরের একটি শপিং মল। সেখানে ঢুকে ভাঙচুর চালায় হিন্দুত্ববাদীরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ঘটনায় আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

গুজরাতে এই প্রতিবাদ-বিক্ষোভের মাত্রা ছিল আরও চড়া। আমদাবাদের বিভিন্ন পার্কে, নদীর ধারে যুগলদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। শহরের পথে এ দিন ‘ভারতীয় সংস্কৃতি বাঁচাও’ মিছিল করেছিল পরিষদের কর্মীরা। মিছিলে ভ্যালেন্টাইন্স ডে উদ্‌যাপন না করার পরামর্শ দিয়ে লিফলেট বিলি করা হয়। আমদাবাদে

বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি জে মেহতা বলেন, ‘‘আমরা প্রেমের বিরোধী নই। কিন্তু ভালবাসার নামে সমস্ত অশালীনতার বিরুদ্ধে। তা ছাড়া ভ্যালেন্টাইন্স ডে পালন আমাদের সংস্কৃতি নয়। এ সব পশ্চিমি উৎসব। নিজেদের সংস্কৃতিকে বাঁচাতে দেশ জুড়ে প্রতিবাদ-মিছিল করার পরিকল্পনা করেছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement