maharashtra

কোভিড পরিস্থিতি সঙ্কটজনক, কঠোর সিদ্ধান্তের জন্যই কি সর্বদল বৈঠক ডাকলেন উদ্ধব

আংশিক লকডাউন, রাতে কার্ফুর মতো কয়েকটি সম্ভাব্য ‘কঠোর পদক্ষেপ’ নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৫:৩৯
Share:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। -ফাইল ছবি।

কোভিড টিকা আর অক্সিজেনের আকালের সমস্যায় জেরবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিস্থিতি সামলাতে শনিবার বিকালে সর্বদলীয় বৈঠক ডাকলেন। মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, উত্তরোত্তর জটিল হয়ে ওঠা পরিস্থিতিতে আংশিক লকডাউন, রাতে কার্ফু জারির মতো কয়েকটি সম্ভাব্য ‘কঠোর পদক্ষেপ’ নিয়ে আলোচনা হতে পারে উদ্ধবের ডাকা সর্বদলীয় বৈঠকে। সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বের মতামতও জানা হবে।

Advertisement

করোনা সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়েছে পুণে, নাশিক, মুম্বই, নাগপুর-সহ মহারাষ্ট্রের বিভিন্ন অংশে। সংক্রমণের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাড়ছে মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে গত ২ সপ্তাহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে কোভিড টিকার মজুত শেষ হয়ে যাওয়ার খবর আসতে শুরু করেছে। বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনেরও আকাল দেখা দিয়েছে। নাশিক, পুণে, নাগপুর সর্বত্রই একই ঘটনা। এর ফলে অল্প সময়ের নোটিসে ভেন্টিলেশনে থাকা কোভিড-সহ অন্য রোগীদের ভিন্ন হাসপাতালে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাতে অনেক সময় কোভিড রোগীদের ঠাঁই হচ্ছে কোভিডের চিকিৎসার জন্য সংরক্ষিত নয় এমন সব হাসপাতালে। অক্সিজেনের আকাল বলে অন্য হাসপাতালের কোভিড রোগীকে নিতে রাজিও হচ্ছে না হাসপাতালগুলি।

এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা, আংশিক লকডাউন, রাতে কার্ফু জারির মতো ‘কঠোর পদক্ষেপ’-এর মাধ্যমে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে বলেই উদ্ধব এই সর্বদলীয় বৈঠক ডেকেছেন বলে মহারাষ্ট্র সরকার সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement