প্রতীকী ছবি।
ভারতে করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টিকার বিতরণ সংক্রান্ত ইউনিয়ন হেল্থ সেক্রেটারির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে বৃহস্পতিবার। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়ে ২ জানুয়ারি শনিবার দেশের সমস্ত রাজ্যে টিকা সংক্রান্ত ড্রাই রান বা মহড়ার কাজ চালানো হবে।
শনিবার দেশের সমস্ত রাজ্যে হলে তা হবে দ্বিতীয় বারের জন্য করোনা টিকার মহড়া। করোনা টিকা প্রদান সংক্রান্ত প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে হয়েছিল সেই মহড়ার কাজ। শনিবারের মহড়ার কাজের জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৯৬ হাজার জন টিকাপ্রদানকারীকে। টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও তাঁদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ২ হাজার ৩৬০ জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জাতীয় স্তরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। দেশের ৭১৯ জেলায় ৫৭ হাজারেরও বেশি জনকে জেলাস্তরের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি রাজ্যের বিভিন্ন জায়গায় এই মহড়া চালানো হবে। কোনও রাজ্যের রাজধানীতে অন্তত তিনটি জায়গা এবং কিছু রাজ্যের প্রত্যন্ত জেলাগুলিতে মহড়ার ব্যবস্থা করা হয়েছে। মহারাষ্ট্র এবং কেরল যেমন রাজধানী ছাড়া অন্য বড় শহরগুলিকেই এই মহড়ার জন্য বেছে নিয়েছে। এই মহড়া প্রক্রিয়ায় প্রত্যেক জায়গায় ২৫ জন স্বাস্থ্যকর্মী মহড়া টিকা নেবেন। করোনা টিকা ছাড়পত্র পেলে কী ভাবে তা দেওয়া হবে সাধারণ মানুষকে, সে সবেরই প্রস্তুতি চলবে এই মহড়ায়।