Tirath Singh Rawat

পোশাক মন্তব্যে অনড় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

উনি বলতে চেয়েছেন, আমাদের দেশ ও সমাজ গড়ার ক্ষেত্রে মহিলাদের অপরিসীম অবদান রয়েছে

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০৬:২৮
Share:

ফাইল চিত্র।

পোশাক বিতর্কে নিজের মন্তব্যেই অনড় রইলেন উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়ত। আজ তিনি বলেছেন, ‘‘মহিলাদের জিন্স পরায় আমার আপত্তি নেই। তবে রিপড্‌ জিন্স পরার পক্ষে নই।’’ মুখ্যমন্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর স্ত্রী রশ্মি ত্যাগী রাওয়ত। ভিডিয়ো বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওঁর (তীরথ সিংহ রাওয়ত) কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রেক্ষাপট ছাড়াই মন্তব্যটি তুলে ধরা হয়েছে। উনি বলতে চেয়েছেন, আমাদের দেশ ও সমাজ গড়ার ক্ষেত্রে মহিলাদের অপরিসীম অবদান রয়েছে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের পরিচয়, পোশাক— এ সব রক্ষার দায়িত্ব মেয়েদেরও।’’

Advertisement

মঙ্গলবার দেহরাদূনে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন আয়োজিত একটি ওয়ার্কশপে গিয়ে মুখ্যমন্ত্রী রাওয়াত বলেন, উড়ানে ছেঁড়া (রিপড্‌) জিন্স পরা এক মহিলাকে দেখে তিনি বিস্মিত হয়েছেন। মহিলা তাঁকে জানান, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। মহিলার সঙ্গে দুই শিশুও ছিল। তাঁর উদ্দেশেই তীরথ বলেছিলেন, ‘‘এই ধরনের মহিলারা যদি সমাজে ঘুরে বেড়ান, মানুষের সমস্যা মেটাতে তাঁদের সঙ্গে দেখা করেন, তা হলে তাঁরা সমাজ আর শিশুদের কী বার্তা দিচ্ছেন?’’ তিনি আরও বলেন, ‘‘উন্মুক্ত হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরে, উচ্চবিত্ত ছেলেমেয়ের মতো হাবভাব— এখন এই ধরনের মূল্যবোধ শেখানো হচ্ছে। বাড়ি থেকেই এ সবের সূচনা হচ্ছে। আমরা যা করব, বাচ্চারা তাই শিখবে।’’

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে গত তিন দিন ধরে প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসে রিপড্‌ জিন্স পরে শিশু কোলে বিক্ষোভ দেখান দিল্লি কংগ্রেসের মহিলা শাখার সদস্যেরা। ইতিমধ্যে টুইটারে রিপড্‌ জিন্স পরা ছবি পোস্ট করেছেন তারকা, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। প্রতিবাদে সরব হয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-সহ কংগ্রেস নেতারা, সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরজেডি নেত্রী রাবড়ি দেবী প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement