Uttar Pradesh

স্বামীর জন্য করবা চৌথের উপবাস রেখেছিলেন, ব্রত শেষে সেই স্বামীকেই বিষ খাইয়ে খুন করলেন স্ত্রী!

নিহত ব্যক্তির নাম শৈলেশ কুমার (৩২)। অভিযোগ, করবা চৌথের দিন তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন তাঁরই স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করেছিলেন। সে রাত্রেই বিষ খাইয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম শৈলেশ কুমার (৩২)। অভিযোগ, করবা চৌথের দিন তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন তাঁরই স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, করবা চৌথের ব্রতের দিন সন্ধ্যায় দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়। বচসা মিটলে স্বামীর জন্য খাবার বানাতে উঠে যান স্ত্রী। অভিযোগ, নৈশভোজের পরেই অসুস্থ হয়ে পড়েন শৈলেশ। তখন প্রতিবেশীকে ডেকে আনার অজুহাতে ঘর থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী। পরে শৈলেশের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে।

শৈলেশের পরিবারের তরফে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কাদা ধাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশকুমার শ্রীবাস্তব বলেছেন, ‘‘বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement