খাবার দিতে দেরি হওয়ায় মেয়েকে খুন করলেন বাবা! প্রতীকী চিত্র।
আর কয়েক দিন পরই বিয়ে ছিল ২১ বছরের রেশমার। খাবার পরিবেশন করতে দেরি হওয়ায় বাবার হাতে খুন হলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ৫৫ বছর বয়সি মহম্মদ ফরিয়াদের ছয় সন্তান। তাঁদের মধ্যে ২১ বছর বয়সি মেয়ে রেশমার বিয়ে ঠিক হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর তাঁর বিয়ে ছিল। কিন্তু তাঁর আগেই মেয়েকে খুন করেন বাবা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, খাবার চেয়ে মেয়েকে তাড়া দিয়েছিলেন মহম্মদ ফরিয়াদ। কেন খাবার দিতে দেরি হচ্ছে, তা নিয়ে মেয়েকে দু’কথা শোনান তিনি। রেশমা প্রতিবাদ করলে বাবা-মেয়ের ঝগড়া শুরু হয়। অভিযোগ, এর পর একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে আঘাত করেন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।