যোগী আদিত্যনাথ। ফাইল ছবি।
১৮ বছর বয়স হলেই কোভিড টিকা নেওয়া যাবে ১ মে থেকে। তৃতীয় দফার টিকাকরণের জন্য ৫০ লক্ষ করে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকার বরাত দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রবিবার টুইট করে এ কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিরার উত্তরপ্রদেশ সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য জুড়ে সুষ্ঠ ভাবে সকলকে টিকা দিতে পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারই অঙ্গ হিসাবে মোট ১ কোটি টিকার ডোজের বরাত দেওয়া হয়েছে’।
কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক এবং কোভিশিল্ড তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট। এই দু’ধরনের টিকাই ৫০ লক্ষ করে কিনবে যোগীর সরকার। ইতিমধ্যেই সে রাজ্যের সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সি সকলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সে রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া খুব দ্রুতহারে চলছে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।
ইতিমধ্যেই সে রাজ্যে ১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার ২০৯ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৭ লক্ষ ৭৯ হাজার ৮৪৬ এবং টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৩৬৩।