Priyanka Gandhi

Uttar Pradesh assembly elections: ভোটে জিতলে দ্বাদশ-পাশ মেয়েদের স্মার্টফোন, স্নাতকদের স্কুটি, প্রতিশ্রুতি প্রিয়ঙ্কার

সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এখন যোগীরাজ্যে হাত শিবিরের সাংগঠনিক দায়িত্বে প্রিয়ঙ্কাই রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ২১:১০
Share:

উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে দ্বাদশ শ্রেণিতে পাশ করা মেয়েদের স্মার্টফোন আর স্নাতক পাশ মেয়েরা পাবেন ইলেকট্রিক স্কুটি। বৃহস্পতিবার টুইট করে এ কথা ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এখন যোগীরাজ্যে হাত শিবিরের সাংগঠনিক দায়িত্বে প্রিয়ঙ্কাই রয়েছেন। প্রিয়ঙ্কার নেতৃত্বে আসন্ন নির্বাচনে কংগ্রেস যে মহিলা ভোটকেই পাখির চোখ করে এগোতে চাইছে, তা তাঁর মঙ্গলবারের প্রতিশ্রুতিতেই স্পষ্ট হয়েছে। মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস।

Advertisement

বৃহস্পতিবারের টুইটে প্রিয়ঙ্কা লিখলেন, ‘গত কাল কয়েক জন ছাত্রীর সঙ্গে দেখা করলাম। ওরা বলল, পড়াশোনা আর নিরাপত্তার জন্য ওদের স্মার্টফোন চাই। তাদের এই চাহিদা মেনে দলের ইস্তাহার কমিটির অনুমতি নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে দ্বাদশ পাশ মেয়েদের একটি করে স্মার্টফোন দেওয়া হবে। আর সমস্ত স্নাতক পাশ মেয়েদের দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি।’

ওই টুইটের সঙ্গে কয়েক জন স্কুল ও কলেজ ছাত্রীর একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। ওই ভিডিয়োতে এক ছাত্রী বলছেন, ‘‘আমরা বললাম যে আমাদের ফোন নেই আর কলেজেও নিয়ে যেতে দেয় না। তার পরই আমাদের কাছে সব জানতে চাইলেন তিনি। আমাদের মন দিয়ে পড়াশোনা করতেও বললেন। আমাদের বলেছেন—‘লড়কি হুঁ, লড় শকতি হুঁ’। আমরা চাই, উনি এ ভাবেই আমাদের সঙ্গে দেখা করুন এবং কথা বলুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement