অ্যান্টনি ব্লিঙ্কেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি ও কোভিড মোকাবিলা সংক্রান্ত আলোচনা করতে মঙ্গলবার দু’দিনের সফরে ভারতে এলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। উদ্দেশ্য, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা। উল্লেখ্য, ভারতে আসার আগে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে ফোনে কথা বলেছেন ব্লিঙ্কেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার সঙ্গে সঙ্গে কথা হয়েছে কোভিড অতিমারি মোকাবিলা নিয়েও।
আমেরিকার বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত আফগানিস্তান নিয়েই বৈঠকে বসবেন ব্লিঙ্কেন। ২৮ তারিখ অর্থাৎ বুধবার দুপুর ১২টায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে প্রথমে দেখা করবেন তিনি। তারপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কুয়েতের উদ্দেশে রওনা দেবেন বিদেশ সচিব।
জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতে এলেন ব্লিঙ্কেন। এর আগে গত এপ্রিলে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভারতে এসেছিলেন।