রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ডেস্টিনেশন ওয়েডিং করতে ভারতে এসে অনুষ্ঠানস্থল নিয়ে বিপাকে পড়েছিলেন এক মার্কিন তরুণী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপে সমস্যা থেকে মুক্তি পেলেন তিনি। বিয়ের আগে পেলেন রাষ্ট্রপতির শুভেচ্ছা।
মার্কিন তরুণী অ্যাশলে হল। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য তিনি বেছেছিলেন কেরলের সৈকত শহর কোচিকে। সেখানকার একটি পাঁচতারা হোটেলে মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান ছিল তাঁর। আট মাস আগেই ওই হোটেল বুক করেছিলেন ওই তরুণী। কিন্তু সোমবার কোচি সফরে গিয়ে ওই হোটেলে ওঠার কথা ছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বিয়ের দু’দিন আগে বিয়ের অনুষ্ঠান ওই হোটেল থেকে সরিয়ে নিতে বলেন হোটেল কর্তৃপক্ষ। যার জেরে বিপাকে পড়েন ওই তরুণী।
নিজের টুইটার হ্যান্ডল থেকে গোটা বিষয়টি জানান ওই মার্কিন তরুণী। রাষ্ট্রপতি ভবনের টুইটার হ্যান্ডলে ট্যাগ করে জানান গোটা বিষয়টি। তার পরই সমস্যার সমাধানে এগিয়ে আসে রাষ্ট্রপতি ভবন। বিদেশি অতিথির বিয়েতে যাতে কোনও সমস্যা না হয় সে জন্য সোমবার রাত কাটিয়ে মঙ্গলবারই হোটেল ছাড়েন কোবিন্দ। বিয়ের জন্য মার্কিন তরুণীকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সানি লিওনের সঙ্গে স্ত্রীর তুলনা করে গ্রেফতার স্বামী!
আরও পড়ুন: মার খেলেন ঐশী, এফআইআর হল তাঁর নামেই!