ঊর্মিলার চিঠি ফাঁস

বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে বিপুল ভোটে হেরে যান ঊর্মিলা। তাঁর প্রচারের মূল দায়িত্বে ছিলেন সন্দেশ ও ভূষণ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৪:১২
Share:

ফাইল চিত্র।

লোকসভা ভোটে ভরাডুবির আশঙ্কা জানিয়ে ফল বেরনোর আগেই দলের আঞ্চলিক প্রধানকে চিঠি লিখেছিলেন ঊর্মিলা মাতণ্ডকর। উত্তর মুম্বই আসনে কংগ্রেসের তারকা প্রার্থী ছিলেন তিনি। সেই চিঠি প্রকাশ্যে আসায় হইচই পড়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। চিঠিতে মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপমের দুই ঘনিষ্ঠ সহযোগী, সন্দেশ কোন্দভিলকর ও ভূষণ পাটিলের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন ঊর্মিলা। তবে সেই গোপন চিঠি ফাঁস হয়ে যাওয়ায় তিনি মোটেই খুশি হননি। এ দিন ঊর্মিলা বলেছেন, ‘‘সব দলেই ভিতরেই নানা সমস্যা থাকে, তা দলের ভিতরেই মেটাতে হয়। গোপন চিঠি বাইরে আসাটা খুবই দুর্ভাগ্যজনক।’’

Advertisement

বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে বিপুল ভোটে হেরে যান ঊর্মিলা। তাঁর প্রচারের মূল দায়িত্বে ছিলেন সন্দেশ ও ভূষণ। তারকার দাবি, প্রচারের জন্য পর্যাপ্ত টাকা নেই, এই অজুহাতে দিনের পর দিন সন্দেশ ও ভূষণ কাজে গড়িমসি করেছেন। তাঁদের জন্যই ঠিক সময়ে প্রচারসভা শুরু করতে পারেননি ঊর্মিলা।

মহারাষ্ট্র আঞ্চলিক কংগ্রেস কমিটির (এমআরসিসি) তৎকালীন প্রধান মিলিন্দ দেওরাকে লেখা ওই চিঠির ছত্রে ছত্রে ক্ষোভ উগরে দিয়েছেন ঊর্মিলা। ১৬ মে-র তারিখ দেওয়া ৯ পাতার ওই চিঠিতে প্রথমে দেওরা ও রাহুল গাঁধীকে তাঁর উপরে আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার পরেই নিচুতলার কর্মীদের সঙ্গে জনসংযোগে ফাঁকফোকর, দুর্বল পরিকল্পনা, অসহযোগিতার মতো গুরুতর অভিযোগ তুলেছেন।

Advertisement

ঊর্মিলার চিঠিটি সামনে আসায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সারা দেশে গেরুয়া ঝড়ের সামনে যখন টালমাটাল কংগ্রেসের নৌকা, তখন এই ধরনের অভিযোগে কংগ্রেসের অভ্যন্তরে আরও আগুন ছড়াবে বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement