দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে যোগেশদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তার পর তাঁদের অন্য গাড়িতে তুলে গন্তব্যস্থলে রওনা করিয়ে দেয়। ট্র্যাক্টর এবং চালককে আটক করেছে পুলিশ।
যোগেশের গাড়ির পিছনে ধাক্কা মারে ট্র্যাক্টর। ছবি সৌজন্য টুইটার।
গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের ছেলে যোগেশকুমার মৌর্য। শনিবার দুপুরে জালাউন জেলায় আলমপুর বাইপাসের কাছে একটি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় যোগেশের গাড়ির।
পুলিশ সূত্রে খবর, পীতম্বরী মন্দির দর্শনে যাচ্ছিলেন যোগেশ। তাঁর সঙ্গে আরও তিন জন ছিলেন গাড়িতে। আলমপুর বাইপাসের কাছে একটি ট্র্যাক্টর এসে ধাক্কা মারে তাঁর গাড়ির পিছনের অংশে। এই ঘটনায় যোগেশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সওয়ারিদের কারওরই কোনও আঘাত লাগেনি।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে যোগেশদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তার পর তাঁদের অন্য গাড়িতে তুলে গন্তব্যস্থলে রওনা করিয়ে দেয়। ট্র্যাক্টর এবং চালককে আটক করেছে পুলিশ।