Birthday

কেক-এ গুলি করে জন্মদিন পালন! ভিডিয়ো ভাইরাল

খেরকি গ্রামের এক যুবক নিজের জন্মদিন পালনের নামে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে যা করেছেন তা নিয়েই শুরু হয়েছে হইচই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ১৩:৩৪
Share:

গুলি করে কেক কেটে চলছে জন্মদিন পালন। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

নিজের জন্মদিন স্মরণীয় করে রাখতে কে না চায়। আর তা করার জন্য বিভিন্ন জন বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। কিন্তু গত বুধবার উত্তরপ্রদেশের বাগপত জেলার সারুরপুর খেরকি গ্রামের এক যুবক নিজের জন্মদিন পালনের নামে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে যা করেছেন তা নিয়েই শুরু হয়েছে হইচই।

Advertisement

‘বিশেষ’ উপায়ে নিজের জন্মদিন পালনের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে বন্ধুবান্ধবদের দিয়ে জন্মদিন পালন করতে দেখা যাচ্ছে এক যুবককে। যুবকের হাতে একটি দেশি পিস্তল। জন্মদিনের কেকটি রাখা হল মাঝখানে। তার পর নিজের হাতে থাকা বন্দুক থেকে গুলি করলেন কেক-এর মধ্যে।

এ ভাবে জন্মদিন পালন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পুলিশের নজরে আসে সেটি। বিষয়টি নিয়ে বাগপতের সার্কেল অফিসার ওপি সিংহ বলেছেন, “আমরা ভিডিয়োটি দেখেছি। বেআইনি বন্দুক ব্যবহারের জন্য ওই যুবককে শীঘ্রই গ্রেফতার করা হবে।’’

Advertisement

আরও পড়ুন: জলের অপচয় কী ভাবে রুখতে হয়, শিখিয়ে দিল এই বাঁদর!

আরও পড়ুন: রবীশের রামন ম্যাগসাইসাই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement