শিশু মৃত্যুর প্রতীকী চিত্র।
হোলিতে নতুন জামকাপড় কেনা নিয়ে ঝগড়া চলছিল স্বামীর সঙ্গে। সেই রাগে নিজের ছ’মাসের কন্যা সন্তানকে পিটিয়ে মেরে ফেলল মা। রবিবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলাতে। সন্তানকে মেরে ফেলার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম পিঙ্কি শর্মা। চার বছর আগে রাহুলের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। রাহুল একটি তালা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করে। ছ’মাসের ওই কন্যা সন্তান ছাড়া তাদের তিন বছরের ছেলেও রয়েছে।
হোলিতে পরার জন্য রাহুলকে তাঁর ও ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দিতে বলেন পিঙ্কি। কিন্তু তা কিনতে রাজি ছিলেন না রাহুল। সেই কারণেই রবিবার তাঁদের মধ্যে ঝগড়া চরমে ওঠে। সেই রাগে নিজের ছ’মাসের কন্যা সন্তানকে মারতে থাকেন পিঙ্কি। সেই আঘাতের জেরে মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন: রায় সংশোধনের আর্জি খারিজ, কাল ফাঁসি হওয়ার কথা নির্ভয়ার ধর্ষকদের
এর পর থানায় অভিযোগ জানান পিঙ্কি। তাঁর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, পিঙ্কি শর্মাকে গ্রেফতার করা হয়েছে। পিঙ্কি পুলিশকে জানিয়েছে, সন্তানকে মেরে ফেলার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। স্বামীর উপর বিরক্তি থেকে এ কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে।
আরও পড়ুন: করোনার ভারতীয় সংস্করণ: অরুন্ধতী